অনলাইনে তারুণ্যের ভাবনা নিয়ে জরিপ

৮ জুলাই, ২০১৯ ১৫:৫৮  
দেশের তরুণদের ভাবনা জানতে দেশের অনলাইনে জরিপ করছে দেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। তরুণরা দলটির কাছ থেকে এবং দলটির মাধ্যমে গঠিত বর্তমান সরকারের কাছ থেকে কী প্রত্যাশা করছেন, তা জানতে এক জরিপ করছে। ‘৭০ এ আওয়ামী লীগ, কী ভাবছে তারুণ্য’ শিরোনামে জরিপে আওয়ামী লীগ পাঁচটি বিষয়ে জানার জন্য প্রশ্ন চাওয়া হয়েছে। উত্তরদাতারা তাদের নাম, ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ এবং পেশা সম্পর্কিত তথ্য দিয়ে এই জরিপে অংশ নিতে পারবেন। প্রশ্নগুলোর মধ্যে দুইটি নৈর্ব্যত্তিক ও তিনটি প্রশ্নের বিশদ উত্তর দিতে হবে। বিশদ উত্তরের প্রশ্নে ৫০০ শব্দের মধ্যে লিখতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে উত্তরদাতার প্রত্যাশা, দেশ পরিচালনায় বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান পদক্ষেপ সম্পর্কে অভিমত এবং তরুণ প্রজন্মকে রাজনীতি ও দেশ পরিচালনায় আরো সম্পৃক্ত করতে পরামর্শ বিষয়ে। অন্যদিকে নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে সরকার পরিচালনা এবং বিরোধী দলে থাকার সময়ে আওয়ামী লীগ কি অনেক সফল, সফল, মোটামুটি সফল কিংবা সফল নয় এর মধ্যে যে কোনো একটি উত্তর নির্বাচন করতে হবে। অনলাইনে http://survey.albd.org ঠিকানায় গিয়ে যে কেউ তার মতামত জানাতে পারবেন।